দেখো কে ঐ কে কে আমাকে ডাকে (দেখো) সবার মাঝে কথা সে কয় কেউ বুঝেনা কারে কে কয়

দেখো কে ঐ কে
কে আমাকে ডাকে (দেখো)
সবার মাঝে কথা সে কয়
কেউ বুঝেনা কারে কে কয়
শুনতে পারে প্রাণের কানে
বুঝায় শুধু যাঁকে।।

সৃষ্টি যেমন অগণিত
পরের ভাষা অকথিত
সবার ভাষায় কয় সে কথা
আমাকে কয় কথার ফাঁকে।।

কথা যে কয় মিষ্টি মধুর
কইলে কথা রয়না সুদূর
প্রাণের মাঝে বসে যাঁকে
নিরলে সে কইতে থাকে।।

সিন্ধু জগত বিন্দু সাজে
সিন্ধু কথা বিন্দু মাঝে
শুন্য খলায় মহাজগত
এক জগতে পাশে থাকে।।

মানযূর কবে বুঝবে ভাষা
ভাসবে প্রেমে কত আশা
খলায় বসে আবেগ যোশে
মহা জগত সে ক্বিবলাকে।।

কথা ও সূর:- 'আল্লামা শায়খ সায়্যিদ মানযূর আহমাদ আল-আহমাদী উয়েসী নক্বশবন্দী শাযিলী চিশতি কাদেরী রিফা'য়ী (রাঃ)।।

Categories:
Similar Post

0 comments: